নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: অটোরিকশা চুরির অপবাদে দুই শ্রমিককে গাছে বেঁধে মারধরের পর ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া ছিটানোর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) নির্যাতনের শিকার এক শ্রমিক বাদী হয়ে মামলাটি করেন।
এ নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এই মামলায় ছয় জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার চুরির অপবাদে দুই শ্রমিককে নির্যাতনের ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার শ্রমিকরা হলেন– ওই গ্রামের আছিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৬) এবং ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইনুদ্দীন সোহেল (২৬)।
মামলার আসামিরা হলেন– আবদার গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ফাইজুদ্দিন (৪০) ও তার স্ত্রী রিমা আক্তার (৩৫), তাদের দুই মেয়ে টুম্পা আক্তার (২২) ও প্রমি আক্তার (২০), স্থানীয় শাকিল (২৭) এবং মোস্তফা (৩০)। তাদের মধ্যে মোস্তফার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইজুদ্দিনসহ অন্য আসামিরা জোর করে তাদের একটি অটোরিকশায় ওঠান। পরে তারা স্থানীয় কাসেমপুর বাজার সংলগ্ন গজারি বনের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করতে বলে। তা না করায় শ্রমিকদের অবদার বাজার এলাকায় ফাইজুদ্দিনের বাড়ির সামনে এনে গাছের সঙ্গে বেঁধে আবারও নির্যাতন করে এবং ক্ষতস্থানে লবণ-মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর আসামিরা শ্রমিক আলমগীর হোসেনের কাছ থেকে একটি বাইসাইকেল এবং মাইনুদ্দিন সোহেলের বড় ভাইয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।
শ্রীপুর থানার ওসি জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।