নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
কাশিমপুর থানার ওসি মো. মাহবুব-এ-খোদা জানান, হত্যার অভিযোগ পাওয়ার পর তারা ঘটনা খতিয়ে দেখছেন।
নিহত মুকুল মিয়া (২৬) জামালপুর সদর উপজেলার তারাভিটা গ্রামের নূরুল ইসলামের ছেলে। মুকুল গাজীপুর শহরে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
মুকুলের বাবা নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি মোবাইল ফোন চুরির অভিযোগে বুধবার রাতে মনির ও সোহেল নামে দুই ব্যক্তি মুকুলকে মেরে ফেলার হুমকি দেয়।
“পরে তারা মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মুকুলকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।”
বৃহস্পতিবার ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি মো. মাহবুব-এ-খোদা।
ওসি বলেন, “মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোহেল রানা ও মুকুলের মধ্যে বিতণ্ডা হয়েছে। এর জেরে তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখার প্রাথমিক তথ্য পাওয়া গেলেও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. মাহবুব-এ-খোদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।