নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে জঙ্গি সংগঠন হুজিবি’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে বারতোপা বাজার মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরাা হলো, ময়মনসিংহের কোতয়ালী থানার মীরকান্দা পাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে এবং গাজীপুরের শ্রীপুরের বেজঝুড়ি মহিলা মোড় মসজিদের ইমাম ও খতিব মো.সারোয়ার হোসেন (২০) ও একই জেলার হালুয়াঘাট থানার করুয়াপাড়া গ্রামের মো. সাদেক আলীর ছেলে ও শ্রীপুরের বড়বাইদ আব্দুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মো.এহসানুল হক (২৪)। এ সময় তাদের দেহ তল্লাশি করে দশটি উগ্রবাদী বই এবং উগ্রবাদী ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতা ঘটানোর জন্য সন্ত্রাসী দলের কতিপয় সক্রিয় সদস্য শ্রীপুর থানাধীন দক্ষিণ বারতোপা এলাকার বারতোপা বাজার মাওনা ইউনিয়ন পরিষদের মাঠে খোলা জায়গায় একত্রিত হয়ে শলাপরামর্শ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি)’র সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। তারা গাজীপুরে শ্রীপুরে বারতোপা নির্জন গহীন বনে তালেবানী প্রশিক্ষণ প্রদান করে আফগানিস্থান ও কাশ্মীরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদের জন্য সহযোগীদের প্রেরণের পরিকল্পনা গ্রহনসহ উগ্রবাদে বিশ^াসী সহযোগীদের সহায়তায় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তি বর্গকে হত্যা এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।