নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে বসবাসরত জন্মান্ধ ৮ সদস্যের এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রকিফুল ইসলাম বাচ্চু। শনিবার (৫ জুলাই) দুপুরে পরিবারের জন্য নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।
পরিবারের সবাই দৃষ্টিশক্তিহীন হওয়ায় জীবন কাটে সীমাহীন কষ্টে। পরিবার প্রধান আমির হোসেন আগে হাট-বাজারে ঢোল বাজিয়ে যা আয় করতেন, তাই দিয়েই চলত ৮ জনের সংসার। করোনাকালে সেই আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে-অর্ধাহারে দিন কাটতো তাদের। বাবার রেখে যাওয়া তিন কাঠা জমিতে একটি মাটির ঘর নির্মাণ করে বসবাস শুরু করলেও পরবর্তীতে পরিবারের সদস্য সংখ্যা বাড়ায় একটি টিনশেড বাংলা ঘর তৈরি করা হয়। তবে মাটির ঘরটি জীর্ণ ও বসবাস অনুপযোগী হয়ে পড়ায় সবাইকে গাদাগাদি করে একটি ছোট টিনশেড ঘরের দুই কক্ষে থাকতে হতো।
শনিবার দুপুরে পরিবারটির বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দেয়াল ও বারান্দার খুঁটি ধরে একে একে বেরিয়ে আসছেন জন্মান্ধ সদস্যরা। চোখে না দেখতে পারার কষ্ট আর ঠাঁই সংকটের কষ্ট—দুটোই যেন অভিন্ন তাদের কাছে। এ অবস্থায় পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে নিজ উদ্যোগে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করে দেন অধ্যাপক ডা. রকিফুল ইসলাম বাচ্চু। ঘরটিতে পাকা মেঝে ও প্রয়োজনীয় আবাসন সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
জন্মান্ধ পরিবারের সদস্য জাকির হোসেন বলেন, “চোখে না দেখলেও আমাদের কাজ করার ইচ্ছা আছে, কিন্তু তা হয়ে উঠে না। মাটির ঘরে থাকতাম, পরে একটা টিনশেড ঘরে উঠি। কিন্তু জীর্ণতা আর ঠাঁই সংকটে খুব কষ্ট হতো। আজ আল্লাহর রহমতে একটা ভালো ঘর পেয়েছি, শান্তিতে থাকতে পারবো।”
পরিবারটির প্রতিবেশী ইঞ্জিনিয়ার সোহাগ হাসান বলেন, “তাদের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। অনেক সময় খাবার সংকট মেটাতে সহযোগিতা করেছি। আজ ঘর পেয়েছে শুনে খুব ভালো লাগছে।”
এ বিষয়ে অধ্যাপক ডা. রকিফুল ইসলাম বাচ্চু বলেন, “একটি পরিবারের নয়জনের মধ্যে আটজন অন্ধ—এ তথ্য জানার পরই আমি তাদের পাশে দাঁড়াই। চিকিৎসার ব্যবস্থা করেছি, আজ তাদের থাকার জন্য একটি ঘর উপহার দিলাম। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মানবিক দায়িত্ব থেকে এ কাজ করেছি।”
ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, ইউজিসি সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহাগ, দেলোয়ার হোসেনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।