নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে হামলা, ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং পরে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জয়দেবপুর থানার বানিয়ার চালা মাহনা ভবানীপুর মৌজার বাসিন্দা শাখাওয়াত হোসেন।
লিখিত বক্তব্যে শাখাওয়াত হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে ৭ একর ২ শতাংশ জমির মধ্যে ক্রয়কৃত ১২৬ শতাংশ জমি ভোগদখল করে আসছি। কিন্তু গত ২৩ জুন রাতে ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র লুটেরা দল হঠাৎ করে হামলা চালিয়ে আমার দখলীয় জমিতে থাকা সিসি ক্যামেরা, বসতবাড়ি ও মার্কেটে ব্যাপক ভাঙচুর চালায়।”
তিনি আরও বলেন, “ঘটনার পর ২৫ জুন জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের নামে মামলা রুজু হয়। কিন্তু উল্টো ২৯ জুন আমার এবং আমার পরিবারের আটজন সদস্যের নামে সাজানো মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়।”
শাখাওয়াত হোসেন অভিযোগ করেন, “এই চক্রান্তের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী কিছু ভূমিদস্যু, যারা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সম্পত্তি দখলের চেষ্টা চালায়।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দ্রুত তদন্তপূর্বক মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।