নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে বেসরকারী টেলিভিশন চ্যানেলের আরও এক সাংবাদিকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত রোববার এসএ টিভির গাজীপুর প্রতিনিধির কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে তার নমুনায় পজিটিভ এসেছে। এর আগে গাজীপুরের ৭১ টিভির প্রতিনিধিরও কোভিড-১৯ শনাক্ত হয়।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, দুই সাংবাদিকসহ গাজীপুরে রোববার পযর্ন্ত মোট ৩২৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রোববার মোট ৮৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় তাদের মধ্যে এসএ টিভির প্রতিনিধিসহ তিনজনের পজেটিভ পাওয়া গেছে। এর আগে গত ১৩ এপ্রিল ৭১ টেলিভিশন চ্যানেলের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার এর নমুনায় করোনা প্রজেটিভ ধরা পরে। তিনি গত ১৪ দিন নিজ ঘরে আইসোলেশনে থেকে ২৭ এপ্রিল তার পরবর্তী নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।