নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বেশ কয়েকটি দেশয় অস্ত্র জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলি ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়। বুধবার (১ মে) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হচ্ছেন,মাদারীপুর জেলা কালকিনি থানা লক্ষিপুর থানার বছা নতুন বাজার গ্রামের মৃত মিয়া চান সর্দারের ছেলে আব্দুল মালেক (৫২), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আছর উদ্দিনের ছেলে শামীম (৩০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর গ্রামের আতাউর আলীর ছেলে শাওন (৩০)।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মঙ্গলবার দিনগত রাতে নিমতলি ব্রিজের পূর্ব পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আটকরা। এ সংবাদে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি কুড়াল ও তিনটি ছুরি জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।