গাজীপুরে তিনটি ঝুটের গুদামে আগুন

জুমবাংলা ডেস্ক : গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় তিনটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল শনিবার রাতে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন সংবাদমাধ্যমকে জানান, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি।

আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট