নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে গাজীপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে মহানগরে ভোগড়া বাইপাস মোড়ে সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে ও চান্দনা-চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা বিপণন কর্মকর্তা আব্দুস সালাম।
আব্দুস সালাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে সামসুদ্দিন সরকার সুপার মার্কেটের অধিকাংশ বিক্রেতা দোকান খোলা রেখেই পালিয়ে গেছেন। এসময় ওই মার্কেটের ব্যবসায়ী রিপন মহাজন অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছিলেন। চান্দনা-চৌরাস্তা বাজারের অপর দুই ব্যবসায়ী পেঁয়াজের মূল্য তালিকা দেখাতে পারেননি ও তারা বেশি দামে পেঁয়াজ বিক্রয় করছিলেন। তারা ১৮০ টাকা থেকে দুইশ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছিলেন।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে দেওয়ান বাণিজ্যালয়ের মালিক রিপন মহাজনকে পাঁচ হাজার টাকা এবং চান্দনা-চৌরাস্তা বাজারের সানজিদা বাণিজ্যালয়ের খুচরা পেঁয়াজ বিক্রেতা ইব্রাহিম খলিলকে তিন হাজার টাকা ও একই বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী মনির হোসেন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয় করার অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮-এ তাদের জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।