নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিআরটিসির পক্ষ থেকে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন এবং গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ।
গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন বলেন, “দ্বিতল বাসে চড়ে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এখনো শ্রীপুর থানায় কেউ মামলা করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইইউটি’র মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন- ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল নাঈম (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাব এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম সাকিব (২২) এবং রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান মাহিন (২২)।
আহতরা হলেন- কাবিদুল ইসলাম আলিফ (২২) ও নাফিজ আলম খান (২২)। তারা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর রাতে পল্লী বিদ্যুতের সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে তাদের বরখাস্তের সিদ্ধান্ত আসে।”
তিনি বলেন, “রাতেই এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি গঠন করা হয়েছে পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে। অপরটি গঠন করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি। প্রধান কার্যালয় থেকে গঠন করা কমিটি আট সদস্য বিশিষ্ট। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি।”
তিনি আরো বলেন, “তিন সদস্যের কমিটির প্রধান হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন আহমেদ। আট সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রহিম মল্লিক।”
প্রসঙ্গত, বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ জন শিক্ষার্থী পিকনিক করতে গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের আঞ্চলিক সড়কে পিকনিকের একটি বাস বিদ্যুতায়িত হয়। এ ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হন। আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থী। ঘটনার পর পরই গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে আইইউটি।
বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩: পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।