নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাক, মাইক্রোবাস ও ফর্কলিফটের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবুল মনসুর (৫০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে মোহা সিএনজি পাম্প এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন।
নিহতের আবুল মনসুর জামালপুর সদর উপজেলার গজারিয়াপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি মাওনা চৌরাস্তা মোহা সিএনজি পাম্পের সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং সাদ গ্রুপের ইয়াসমিন টেক্সটাইল মিলসের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এসআই জানান, কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ফর্কলিফটের সংঘর্ষের পর মাইক্রোবাসের চাপায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত যানবাহনগুলো আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।
নিহতের পরিবার জানায়, আবুল মনসুর কাজ শেষে দুপুরে কারখানা থেকে বের হয়ে মহাসড়কের আইল্যান্ডের মধ্যে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক ও ফর্কলিফটের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরপরই তিনি মাঝখানে পড়ে যান। এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, হাসপাতালে আনার পরপরই ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।