নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অপসাংবাদিকতা রোধে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এই কর্মশালাটি গাজীপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ—এখানে সামান্য অসতর্কতা বড় ধরনের বিভ্রান্তির জন্ম দিতে পারে। তাই সংবাদ পরিবেশনে সততা ও দায়িত্ববোধ অপরিহার্য।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি প্রেস কাউন্সিল অ্যাক্ট, সাংবাদিকদের আচরণবিধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে অপসাংবাদিকতার ক্ষতিকর দিক তুলে ধরে তা প্রতিরোধে সাংবাদিকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তানিয়া তাবাসসুম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. দীন ই আলম, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মো. ইমরান খানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এমন প্রশিক্ষণ কর্মসূচি পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


