নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে পৃথক ঘটনায় দুই নির্মাণ শ্রমিকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় সেনাবাহিনী পরিচালিত মেশিনটুলস কারখানার ভেতরে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো কুষ্টিয়া জেলার দেবিদ্ধার থানার ওঝানিয়াজোড়া গ্রামের শামসুল হক খন্দকারের ছেলে কামাল হোসেন (২৭) ও একই জেলা সদরের কালীসঙ্কর গ্রামের সামুদ্দিন প্রামাণিকের ছেলে নিশান হোসেন (২৭) ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর হোসেন ভূঞা জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ভেতর সেভেন রিংস কোম্পানীর রেডিমিক্স মেশিনে কাজ করছিলেন কামাল ও নিশান। এ সময় অসাবধানতাবশত রেডিমিক্স মেশিনটি চালু করা হলে দুর্ঘটনার শিকার হয়ে তারা গুরুত্বর আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, শুক্রবার রাতে মেট্রোপলিটন সদর থানার শিববাড়ি ব্যাংকার্স রোড এলাকার জনৈক কাইয়ুমের বাসা থেকে আদম ব্যবসায়ী শাহিনুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বলে ওসি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।