গাজীপুরে নগদ টাকা ও লুন্ঠিত মালামালসহ আটক ৩

গাজীপুরে নগদ টাকা ও লুন্ঠিত মালামালসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে নেহাল (৩০), মো. নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯) ও মো. সোহেল রানা (৩৩) নামের ৩ জন ছিনতাইকারীকে নগদ টাকা ও লুন্ঠিত মালামালসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গাজীপুরে নগদ টাকা ও লুন্ঠিত মালামালসহ আটক ৩

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় একইস্থান থেকে ছিনতাইকারীদের আটক করা হয়।

আটককৃত নেহাল টাঙ্গাইলের মির্জাপুর থানার স্বপ্ন মহেরা গ্রামের কামরুজ্জামানের ছেলে, নাহিদ ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে, সোহেল কিশোরগঞ্জের কটিয়াদি থানার গছিয়হাটা গ্রামের আ. আওয়ালের ছেলে।
ওসি মাহাতাব উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পাকা রাস্তায় নগদ টাকা ও মালামাল ছিনতাই হয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাজীব হোসেন, এস আই মোশারফ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। একটি মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালে ৯৯৯’র কলে প্রাণে বেঁচে গেল মুখপোড়া হনুমান