Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। বুধবার (৯ জুলাই) রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সালমা খাতুন। স্থানীয়রা জানায়, রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্বামী মোস্তফা কামাল স্ত্রী সালমাকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। সালমা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর এলাকাবাসী মোস্তফা কামালকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত সালমা খাতুনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘাতক স্বামী মোস্তফা কামালকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।