জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে ক্যাসিনো ব্যবসার মূলহোতা মোশারফসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়াড়িদের হামলায় গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. হালিমসহ ৭ পুলিশ সদস্য আহত হন। রোববার (১৩ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ওসি আ. হালিমের নেতৃত্বে একটি দল মোশারফকে গ্রেপ্তারে শ্রীপুরের বেতজুরি গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় মোশারফ ও তার সহযোগীরা ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় মোশারফের চিৎকারে তার সহযোগীরা এসে ঘরের দরজা ভেঙে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে, দুটি থানার যৌথ অভিযানে মোশারফসহ সাতজনকে আটক করা হয়। বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বকুলতলায় যাওয়ার জন্য ভালো ফিটনেসের ছেলে পাচ্ছেন না অভিনেত্রী
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় নওগাঁ জেলার দিনমজুর খাইবরের ছেলে মোশারফের। বিয়ের পর থেকেই শ্বশুরের সঙ্গে মোশারফ দিনমজুরের পাশাপাশি অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।