নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে পুলিশের পোশাক পরে ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যাওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে গাজীপুরের সদর ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর খাসপাড়ায় নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলেন, রাজধানীর লালবাগ থানার কেল্লাপাকে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন (২৭), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ভাদেরা গ্রামের কাশেমের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮) ও বরিশাল জেলার গৌরনদী থানার চাদসী কাজীহার গ্রামের লালচাঁন বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস (৩৫)।
জয়দেবপুর থানার ওসি জাভেদুল ইসলাম জানান, গাজীপুরের মনিপুর খাসপাড়ায় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে বন্ধ থাকা দোকান–পাট খুলে দেওয়ার অনুমতি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
“তাদের মধ্যে একজন ঢাকা মেট্টোপলিটন পুলিশের এসআই–এর পোশাক এবং অপরজন কনস্টেবল র্যাঙ্কের ব্যাজ পরা ছিলেন। আরেকজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করছিলেন।”
আটকের পর জিজ্ঞাসাবাদে ‘তারা প্রতারণার কথা স্বীকার করেছেন।তাদের কাছ থেকে নগদ টাকা ও পুলিশের পোশাক জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel