নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিটির কাশিমপুর এবং আউটপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
জিএমপি’র কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খুদা এবং বাসন থানার এসআই সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর থানার বামনহাটা এলাকার গাজীয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার কালাগোনা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. হারুনুর রশিদ (৫২)।
জিএমপি’র বাসন থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, আনোয়ার হোসেন গাজীপুর সিটির আউটপাড়া এলাকায় ভাড়া থেকে একই সিটির ছয়দানা এলাকার মেট্রিক সুয়েটার কারখানায় চাকরি করতেন। বৃহষ্পতিবার সকালে বাসা থেকে মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন তিনি। পথে সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছলে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
এদিকে জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা ও স্থানীয়রা জানান, হারুনুর রশিদ কাশিমপুরের শ্রীরামপুর এলাকার বাসায় বসবাস করে স্থানীয় রেডিয়ান পোশাক কারখানায় চাকরি করতেন। রাতের ডিউটি শেষে বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে জিরানী মোড় এলাকার ওই মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।