Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে আগুন লেগেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
জয়দেরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, সাত তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। বেশি উচ্চতা ও প্রচুর ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
তিনি বলেন, ভবন থেকে সব শ্রমিকদের বের করে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।