নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক গুদামে আগুন লেগেছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।
এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে দুই ঘণ্টার অধিক সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনার পর টঙ্গী পূর্ব থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আঞ্চলিক সড়ক থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সবশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে ওই এলাকার সাগর নামক এক ব্যক্তির মালিকানাধীন প্লাস্টিকের গুদামে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহিন আলম আরও বলেন, গুদামটিতে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্যের পলিথিনের মোড়ক ছিল। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
বাংলা নববর্ষে লোকজ সাংস্কৃতির মিলনমেলা: কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।