নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক ছবি আপলোড করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী দিঘদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর রাত ১টার দিকে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জকে মোবাশ্বর নামে এক ব্যক্তি জানান যে শুভ চন্দ্র সরকার (১৮) নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে পবিত্র “কুরআন শরীফ”-এর ওপর আপত্তিকর ছবি পোস্ট করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পাওয়ার পর জয়দেবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন), প্রয়োজনীয়সংখ্যক ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত শুভ চন্দ্র সরকারকে তার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত শুভ চন্দ্র সরকার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মধ্যগায়েমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তার পরিবারের সঙ্গে গাজীপুরের আমতলী বাজার সংলগ্ন ছাত্তার মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক ছবি আপলোড করার অভিযোগে শুভ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।