নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এতে রোববার দুপুরে মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে এরপরও শ্রমিকরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।
শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকদের টানা তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন বেতন না পেয়ে রোববার সকাল থেকেই শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দাবি আদায়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে নেমে পড়লে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিম আক্তার জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


