গাজীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জুমবাংলা ডেস্ক : গাজীপুর নগরের কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সকাল ছয়টায় কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা।

নগরের জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামের সুতা তৈরির কারখানার অবস্থান। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিশ্রুতি দিলেও কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেয়নি। কারখানাটিতে প্রায় আট হাজার শ্রমিক আছেন। শ্রমিকদের মধ্যে অনেকে বধির ও প্রতিবন্ধী। রোববার বেতন–বোনাস চাইলে কারখানা কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। বেতন-বোনাসের দাবিতে আজ সকাল ছয়টা থেকে কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে কোনাবাড়ী- কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে সকাল পৌনে ১০টার দিকেও শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন।

সাইফুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, আর কয়েক দিন পর ঈদ। এখন তাঁরা বেতন-বোনাস পাননি। ছেলেমেয়ে নিয়ে কীভাবে তাঁরা ঈদ করবেন। কয়েক দিন পর ছুটি হয়ে যাবে। টাকা না দিলে তাঁরা বাড়ি যেতে পারবেন না। আজকের মধ্যেই টাকা পরিশোধ করার দাবি জানান তিনি।

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘শ্রমিকেরা ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস আমাদের কাছে পাবেন। তাঁদেরকে সব পরিশোধ করা হবে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা যদি কাজ না করেন, তাহলে বেতন-বোনাস কীভাবে দেব।’

গাজীপুর শিল্প পুলিশের কাশিমপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার জানান, কারখানা কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস কোনোটিই দেয়নি। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের বলা হয়েছে, যেভাবে হোক শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল