গাজীপুর প্রতিনিধি: ১৫ আগস্ট ১৯৭৫ সাল। এই দিন ঘাতকদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এ দিন সংঘটিত হয় ইতিহাসের নির্মম জঘন্যতম কলঙ্কিত এক হত্যাযজ্ঞের।
শিশু রাসেলকে লুকিয়ে রেখে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু অসুরদের চোখকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি। জল্লাদদের হাত জোড় করে রাসেল মিনতি করেছিল, ‘আমাকে হাসু আপার (হাসিনা) কাছে পাঠিয়ে দিন, আমাকে মারবেন না।’ চোখের সামনে রক্তে ভাষা তার আপনজনদের সারি সারি লাশ। প্রচন্ড গুলাগুলির শব্দে ভীত- শিশু শেষ আকুতি জানালো-‘আমি মায়ের কাছে যাবো’। নিষ্ঠুর জল্লাদদের অন্তরে কোনও ভাবান্তর নাই, মনে বিন্দুমাত্র করুণার উদ্রেক হলো না, মুহূর্তেই ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় রাসেলের সারাদেহ। তারা ঠান্ডা মাথায় হত্যা করলো নিরপরাধ শিশুটিকে।
শনিবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ চোখে জল ফেলে এইভাবে ঘৃণ্য কলঙ্কিত হত্যাযজ্ঞের বর্ণনা দেন।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো: মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আলহাজ মো: হাবিবুর রহমান খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ এড. মো: আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব এড. রীনা পারভীন, আওয়ামী লীগে নেতা হারুন অর রশিদ বিএসসি প্রমুখ।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে স্মরণসভা স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শ্লোগানে উপস্থিত হতে থাকেন। বেলা গড়িয়ে দুপুর হওয়ার আগেই স্মরণ সভা স্থানটি জনসমুদ্রে পরিণত হয়।
স্মরণ সভা মঞ্চে উপস্থিত নেতারাসহ স্মরণ সভায় যোগদেয়া হাজার হাজার নারী পুরুষ অনেককে চোখ মুছতে দেখা যায়। পরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে প্রধান অতিথি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.