গাজীপুর মহানগর পুলিশের (টঙ্গী সার্কেল) সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, সাকিব নেশা করেন। বিভিন্ন সময় নেশা করা নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।
রাত সাড়ে ৯টার দিকেও ভিক্টিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ/মামলা হয়নি। তবে (লিখিত অভিযোগের পর) তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেন তিনি।
নিহতের ভাই সাজিদুল ইসলাম জানান, দুই বছর আগে স্থানীয় আলম মার্কেট এলাকার মো. সাইদ মৃধার ছেলে সাকিব মৃধার সাথে একই এলাকার মাইনুল ইসলাম টিটুর মেয়ে তানজিনার সাথে বিয়ে হয়। তানজিনা এবার এসএসসি পাশ করেছে।
মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় তানজিনা ঘরের দরজা খুলছে না। পরে দরজা ভেঙে ঘর থেকে অচেতন অবস্থায় ঝুলন্ত থাকা তানজিনাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।