নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান হাবিবকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
শনিবার (২৬ অক্টোবর) সকাল জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার রাতে নিজ এলাকা থেকে থানায় এনে হাবিবুর রহমান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। আজ দুপুরে তাকে গাজীপুরের আদালতে পাঠানো হবে।
বাড়িয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, হাবিবুর রহমান খান হাবিব আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা এবং বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন মাটি ও মানুষের সঙ্গে মিশে রাজনীতি করে আসা এই নেতা কর্মীবান্ধব হিসেবেও পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


