গাজীপুরে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক

বিনোদন ডেস্ক: সোমবার (১৫ মে) সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্রে মিয়া ভাই খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত হবেন তিনি। তার বাবা আজগার হোসেন পাঠান উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন।

সোমবার (১৫ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নীপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, জীবিত অবস্থায় ফারুক অসিয়ত করে গেছেন, যেন মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।

উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্যা ভক্তবৃন্দ রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ মে) ভোরে তার মরদেহ দেশে আনা হবে।

ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়েছিল: ফারুকের চিকিৎসায় বিক্রি করতে হয়েছিল ১৫ কোটি টাকার ফ্ল্যাট