নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে হৃদয়বিদারক এক ঘটনায় বাবার মৃত্যুর খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারই ছেলে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। দুজনেই পেশায় সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসমত আলী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর খবর জানানো হয় ছেলে বাবুল মিয়াকে। সংবাদটি শুনে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন বাবুল। স্বজনেরা তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, বাবার মৃত্যুসংবাদ শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, “বাবার মৃত্যুসংবাদ ছেলেকে সহ্য হয়নি। অল্প সময়ের ব্যবধানে বাবা-ছেলে দুজনেই চলে গেলেন। এমন ঘটনা এর আগে দেখিনি।”
আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, “এটা খুবই কষ্টদায়ক ও বেদনাদায়ক একটি ঘটনা। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাঁদের জান্নাত নসিব করুন।”
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বলেন, “বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টার মধ্যে ছেলেও মৃত্যুবরণ করেন। তাঁদের জানাজা মাগরিবের নামাজের পর একসঙ্গে অনুষ্ঠিত হবে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “বিষয়টি এখন পর্যন্ত কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।