গাজীপুরে বাসচাপায় নারী নিহত, খবরে তিন বাসে আগুন

গাজীপুরে বাসচাপায় নারী নিহত, খবরে তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন ‘উজান ভাটি’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছেন। তারা বাসটির চালক ও হেলপারকে মারধর করেছেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরে বাসচাপায় নারী নিহত, খবরে তিন বাসে আগুন

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন। এর আগে একইদিন ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, বাস চাপায় এক নারী নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চালক ও হেল্পারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার এলাকায় এক নারী ও এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

কালিয়াকৈরে আগুন পুড়েছে দুই কলোনির ৪০ কক্ষ