নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাবাজি, মারধর এবং জিম্মি করার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শ্রমিকদল নেতা শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘের বাজার সাফারি পার্ক সড়কের একটি ব্যস্ত অটোরিকশা স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে একদল রাজনৈতিক কর্মী চাঁদা আদায়ের নামে চালকদের নানাভাবে হয়রানি করে আসছিল। যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেন, তাঁদেরকে দেওয়া হতো হুমকি, করা হতো গালাগাল এবং কখনো কখনো শারীরিকভাবে লাঞ্ছিতও হতে হতো।
গত ১১ জুলাই বিকেল চারটার দিকে চাঁদা আদায়ের সময় বাধা দেওয়ায় চালক দেলোয়ার হোসেন (৪৫), কিশোর রাফিদ মিয়া (১৬) ও রাকিব সরকার (২৩) নামের তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত হন রাফিদ, আর দেলোয়ারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ অর্থ। এরপর দেলোয়ারকে স্থানীয় ইসলাম উদ্দিনের চালের গুদামে জোরপূর্বক আটকে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দেলোয়ারকে উদ্ধার করে এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিনই দেলোয়ার হোসেন জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন—সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মিয়ার উদ্দিন (৪৩), আনিছ আলীর ছেলে শাহজাহান (৪৬), মিয়ার উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫), ইসলাম উদ্দিন (৪৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ।
স্থানীয়দের ভাষ্য মতে, অভিযুক্ত ইসলাম উদ্দিন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচিত হলেও তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক চাঁদাবাজি, প্রতারণা ও জমি দখলের অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব অভিযোগ নিয়ে সরব হয়েছেন অনেকে। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গে সখ্য গড়ে তোলার মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালনা করতেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “অটোরিকশা স্ট্যান্ডে সংঘটিত চাঁদাবাজি ও হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে শহিদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।