নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের মহানগরীর হারিকেন ডেগেরচালা এলাকায় রহস্যজনক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
দগ্ধরা হলেন, মো. হারিজ (৫৫) তার স্ত্রী আয়শা খাতুন ও তাদের সন্তান মাইদুল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পর আশপাশের লোকজন বের হয়ে দেখেন ৩ জন দগ্ধ হয়েছে। পরে দ্রুত তারা অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের রুমে কোন সিলিন্ডার গ্যাসের বোতল ছিলো না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। অথচ বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপপরিদর্শক কামরুল বলেন, “তিনজন দগ্ধ হয়েছে, তাদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন ও সিলিন্ডারও ছিলো না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।