নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে শহরের জয়দেবপুর মেট্রোপলিটন কলেজের হল রুমে ‘স্মৃতিতে জীবন খুঁজি’ শিরোনামে দীর্ঘ আলোচনা করেন শিক্ষক,কবি-সাহিত্যিক ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা।
এ সময় বর্তমান সময়ে নারী সহিংসতা বন্ধে বেগম রোকেয়ার সাহসীকতা কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সভাপতিত্বে অনুষ্ঠানে কথা বলেন প্রফেসর নিরঞ্জন বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তি লিয়াকৎ চৌধুরী, অধ্যক্ষ শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ,আহাম্মাদুল কবীর খোকন, কবি ও লেখক রাজীব দাস, কবি শাহান সাহাবুদ্দিন।
এর আগে সংবাদকর্মী রাজীবুল হাসান ও মুসাফির ইমরানের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন শফিউল আলম, রাহাত রাব্বানী ও নিতু চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।