নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলায় যুবলীগের সাবেক নেতা রোমাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রোমাজুল ইসলাম উপজেলার নগরহাওলা গ্রামের মৃত রহম আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
রোমাজুল ইসলামকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, গ্রেপ্তার রোমাজুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।