রফিক সরকার, গাজীপুর
গাজীপুর সদরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও দুই মেয়েকে থানায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার এবং স্ত্রী-কন্যাদের থানায় নেওয়া হয়।
নিহত খলিলুর রহমান (৫৪) একই এলাকার সাদেক আলীর ছেলে।তার স্ত্রী আমেনা বেগম (৪০) ও দুই মেয়ে হলেন রিমি (১৭) ও ঈশিতা (১৩)।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, খলিলুর রহমান পাটির ব্যবসায় করতেন। ৩/৪ মাস ধরে পারিবারিক ও দাম্পত্য নানা বিষয়াদি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
সি বলেন, বুধবার মধ্যরাতে বড় মেয়ে বাবাকে ঘরের বারান্দায় দাঁড় করিয়ে শৌচকাজে বাইরের শৌচাগারে যান। কিন্তু ফিরে এসে বাবাকে সেখানে না দেখে মার কাছে জানতে চান। পরে মা-মেয়ে একসঙ্গে খুঁজাতে থাকেন। এক পর্যায়ে তাদের বসত ঘরের পেছনে খলিলের লাশ দেখতে পান তারা। সেখান থেকে লাশ উদ্ধার করে ঘরে নিয়ে যান তারা।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ খলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।
“নিহতের দুই হাঁটুতে আঘাত এবং নাকের নিচে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখে গেছে।”
ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও দুই মেয়েকে থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।