নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রধান আসামি মিতু আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
রোববার (০৭ জুলাই) দুপুরে গাজীপুর র্যাব ১ সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মাহফুজুর রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বিষ নিশ্চিত করেন। এর আগে শনিবার (০৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ তাকে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিতু আক্তার মৌলবীবাজারের দৌলতপুর গ্রামের রহমত উল্লাহর মেয়ে।
র্যাব জানায়, গত ৬ জুন বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। ওই ঘটনায় কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে।
উল্লেখ্য, ওই ডাকাতির ঘটনায় এর আগে গত ১২ জুন ২০২৪ র্যাব-১ এই সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল কৃষকের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।