নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে অলিম্পিক ফ্যাশনস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি এলাকায় অবস্থিত ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা জানান, শ্রমিকদের পাওনা বেতন, চাকরির বয়স বিবেচনায় সার্ভিস বেনিফিট, অন্যান্য আইনানুগ পাওনার দাবিতে সকাল থেকে কারখানার অভ্যন্তরে অবস্থান করে কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা। দুপুর ২টার দিকে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসতে পরেনি। পরে শ্রমিকরা কারখানা হতে বের হয়ে বিকেবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছেন এবং এখনো অব্যাহত রয়েছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে অলিম্পিক ফ্যাশনস লিমিটেডের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।