গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মাণিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে এরথ যাত্রা শুরু হয়।
রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন-সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনা, জিএমপি কমিশনার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, আওয়ামীলীগ নেতা আওয়ামীলীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। এ উপলক্ষে ২০ দিনব্যাপী রথমেলা শুরু হয়। মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নাগরদোলাসহ নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। হাজারো পূণ্যার্থী এবং সকল ধর্মের মানুষেরা রথমেলায় অংশ নেন।
প্রায় দেড়শো বছর আগে গাজীপুরের ভাওয়াল রাজা কালী নারায়ন রায় এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলার প্রচলন শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।