নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আড়াইশ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছন থেকে তাকে আটক করা হয়। অভিযানে তিনটি ড্রামে সংরক্ষিত প্রায় ২৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
আটক রমেশ চন্দ্র বিকাশ (৪৫) রাঙামাটি জেলার জীবতলী গ্রামের কিলাময় চন্দ্রের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মোহাম্মদ ফাইজুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।