নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার দড়িসোম ও মুনশুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন দড়িসোম গ্রামের মো. আলমের ছেলে মো. অমিদুল ইসলাম আপন (২২), মনসুরপুর গ্রামের পরিমল শীলের ছেলে সুবল শীল (৩৬), এবং একই গ্রামের আরিফ খন্দকারের ছেলে আশিক খন্দকার (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। আদালত আপনকে ৪ মাস এবং সুবল ও আশিককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্তদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক, বেঞ্চ সহকারী আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।