নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে মাদরাসাছাত্র নাসির ইসলাম (২১) হত্যায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিসহ ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাসির ইসলাম নিহতের ঘটনায় ২৮ জুলাই অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন তারা বাবা আশরাফুল ইসলাম। ১৪ আগস্ট তিনি ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি সম্পূরক এজাহার দায়ের করেন। এ বিষয়ে আইনগত মতামতের জন্য আবেদনটি ১৫ আগস্ট গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এজাহারে উল্লেখযোগ্য আসামিরা হলেন, মতিউর রহমান ওরফে বিকম মতি, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজাহারুল ইসলাম দিপু, ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বাবু, টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কানন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনি সরকার, সাবেক কাউন্সিলর সেলিম ও মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলামসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শিক্ষার্থী নাসির ইসলাম নিহতের ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গত ২৮ জুলাই মামলা দায়ের করেন বাবা আশরাফুল ইসলাম। গত ১৪ আগস্ট তিনি ৪৮ আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে একটি সম্পূরক এজাহার দায়ের করেন। এ বিষয়ে আইনগত মতামতের জন্য সম্পূরক আবেদনটি গত ১৫ আগস্ট গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই টঙ্গীর গাজীপুরা এলাকায় তামিরুল মিল্লাত মাদরাসার ছাত্র নাসির ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.