নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে উপজেলার মাওনা চৌরাস্তাধীন প্রশিক্ষা মোড় এলাকার নুরুল ইসলাম সুপার মার্কেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, ‘একজন অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি পরিবারের সন্ধান পাওয়া যায়, তাহলে তাদের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। না হলে স্থানীয়ভাবে দাফন করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল থেকেই বৃদ্ধকে মার্কেটের সামনে বসে থাকতে দেখা যায়। সন্ধ্যার পর তীব্র শীতে কুঁজো হয়ে কাঁপতে থাকেন তিনি।
স্থানীয় বাসিন্দা গোলাম রাব্বি জানান, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে কিছু খাওয়ার প্রস্তাব দিই। কিন্তু তিনি কোনো কথা বলতে পারেননি। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।’
আরেক বাসিন্দা ফিরোজ বলেন, ‘লোকটির কোনো নাম পরিচয় জানা যায়নি। তাই আমরা তাকে দাফন করার জন্য টাকা তোলছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।