নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ।
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি মিনিবাস সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিশকাটি উল্টে গিয়ে শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।