নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তিন বছর বয়সী এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) বিকেলে হাসপাতালের ৯ম তলা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়। চুরির প্রায় ছয় ঘণ্টা পর আনসার সদস্যদের তৎপরতায় হাসপাতালের সামনে একটি রিকশা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে সোমবার সকালে এক নারী তার তিন বছর বয়সী ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসার সময় শিশুটিকে তার খালা ও নানির কাছে রেখে দেন তিনি। কিছু সময় পর হঠাৎ শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে আনসার সদস্যদের বিষয়টি জানায়।
আনসার সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুরো হাসপাতালে নজরদারি জোরদার করেন এবং ব্যাপক তল্লাশি শুরু করেন। অবশেষে বিকেল ৩টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি রিকশায় থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির সঙ্গে থাকা এক অপরিচিত ব্যক্তি আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে আনসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, “সকাল সাড়ে ৮টার দিকে ডিউটিরত অবস্থায় অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করি। দুপুর ৩টার দিকে শিশুটিকে একটি রিকশা থেকে উদ্ধার করি। পালিয়ে যাওয়া ব্যক্তিকে আমরা সন্দেহ করছি এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।”
হাসপাতালটির পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, “আমি বিষয়টি শুনেছি। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তি একটি শিশু অপহরণকারী চক্রের সদস্য। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।