নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনসহ সাতটি কোচ লাইনচ্যুত হয় এবং ৬০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর লাইন সচল করা হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো কোনো মামলা করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
তিনি জানান, বুধবার গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করেনি রেল কর্তৃপক্ষ। তারা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা মামলায় ড্রাফট (বিবরণী) তৈরি করছে। তবে কিছু সময়ের মধ্যে মামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি জানান।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। রেল পুলিশের অভিযান ও তদন্ত চলমান আছে।
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : মেরামত করা লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।