নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে র্যাব কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে আনোয়ার পাশা (৩০) নামে এক প্রতার্কেরে আটক করেছে র্যাব।
এসময় বিদেশি পিস্তল, গুলি ও র্যাবের পোশাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।
আটক আনোয়ার পাশা ময়মনসিংহের পাগলা থানার শহীদনগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
গাজীপুর র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আনোয়ার পাশা গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় র্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও জন প্রতিনিধিদের ইন্টারনেটের মাধ্যমে ফোন দিয়ে প্রতারিত করে আসছিলেন। এছাড়া, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে আটক করা হয়। অভিযানে তার নিকট থেকে র্যাবের পোশাকও জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।