গাজীপুরে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)।

গাজীপুরে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের ৩শ’ গরিব, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ২শ’ টি কম্বল, ৫০ টি শাল ও ৫০ টি মাফলার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, পিবিজিএম, পিএসসি পদাতিক।

এছাড়াও গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. মুয়াজ, পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

কাপাসিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পড়ে আছে ৯ বছর ধরে