নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন টিএন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান শ্রমিকরা। টিএন জেড অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। এ কারণেই কর্তৃপক্ষের ভাতা সংক্রান্ত প্রতিশ্রুতি না মেনে সকাল ৮টার দিকে কর্মবিরতি পালন পালন করেন তারা।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর বেতন পরিশোধের দিন ধার্য্য থাকলেও মালিক পক্ষ বেতন পরিশোধে ব্যর্থ হন। পরে ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেপ্টেম্বর মাসের বেতন আগামী ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের সিদ্ধান্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।