Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সুমন ও শাহজালাল। শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থেকে এবং সুমনকে গাজীপুরের বাসন এলাকা থেকে আটক করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতজনে।
এর আগে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন, স্বাধীন ও ফয়সাল হাসানকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।