নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মো. মোখলেছ (৪৫) ও মো. মাসুম (২৪) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারে কাজ করছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন। এর আগে একইদিন বিকেল ৪টার দিকে পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোখলেস নেত্রকোণা জেলার সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে ও মাসুম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, সেপটিক ট্যাংকের ভেতর থেকে শ্রমিকদের মরদেহ তুলে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছ ও মাসুম ভেতরে নামে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের এক সহকর্মী মোখলেছের মোবাইল কল দিয়ে তা বন্ধ পায়। এরপর সহকর্মী রুহুল আমিন বিকেলে সেপটিক ট্যাংকের পানির মধ্যে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।