নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৬ মার্চ) সকালে ভাওয়াল মির্জাপুর বাজারের চার রাস্তার মোড়ে বিক্ষোভ করে কয়েকশ শিক্ষার্থী। এতে ঘণ্টাব্যাপী ওই সড়কের যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্র জানায়, ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। বর্তমান এখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রতিষ্ঠানটির সভাপতি। প্রতিষ্ঠানে প্রবেশের দুটি রাস্তা থাকলেও পূর্ব দিকের রাস্তাটি দিয়ে শিক্ষার্থীদের চলাচল বেশি। স্কুল প্রতিষ্ঠার পর তৎকালীন মন্ত্রী স্থানীয়দের কাছ থেকে জমি নিয়ে রাস্তাটি তৈরি করে। তবে জমিদাতা মুরুব্বিরা মারা গেলে কয়েক বছর ধরে বিদ্যালয়ের রাস্তাটি দখলের পায়তারা শুরু করে ওয়ারিশরা। বিদ্যালয়ে প্রবেশের প্রধান রাস্তাটি দখলের পর পাইলিং করে মার্কেট নির্মাণ করছেন সাইফুল ইসলাম।
এ বিষয়ে জানতে ওই মার্কেট মালিক সাইফুল ইসলাম নাঠু বলেন, এটি আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি। আমি সব নিয়ম-কানুন মেনে আমার সম্পত্তিতে ভবন তৈরি করছি। আমি কারো জমি বা রাস্তা দখল করে ভবন নির্মাণ করছি না।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. ছানোয়ার হোসেন বলেন, আমরা জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। দায়িত্বশীলদের মাধ্যমেও তাকে বুঝানোর চেষ্টা করেছি কিন্তু তিনি শোনেননি। এজন্য শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।